Thursday, November 7, 2024
ক্রীড়া

নতুন জার্সিতে নতুন যাত্রা: ভারতের বিপক্ষে বাংলাদেশ

ডেস্ক: বাংলাদেশ আজ সন্ধ্যায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে। এই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে।

তবে, এই ম্যাচে বাংলাদেশের অন্যতম তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন না। কানপুর টেস্টের আগে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। এখান থেকেই শুরু হবে আগামী ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি। বিসিবি এই লক্ষ্য সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে। পাশাপাশি, জার্সিতেও পরিবর্তন এনেছে বিসিবি। নতুন জার্সিতে সজ্জিত ক্রিকেটারদের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগের জার্সিতে সবুজ রঙের আধিক্য থাকলেও, এবার প্রধান রঙ হিসেবে লালকে বেছে নেওয়া হয়েছে। বুকজুড়ে লাল রঙ, নিচে হালকা সবুজ। মাঝের অংশে লাল ও সবুজের মিশ্রণে হালকা কমলা শেড তৈরি হয়েছে, যার ওপর বাংলাদেশ ও স্পন্সর প্রতিষ্ঠানের নাম লেখা। হাতার কব্জির অংশে সোনালি রঙের কাজ রয়েছে। জার্সিতে বাঘের ডোরাকাটা নকশা, দুই পাশে লাল ডট ও লাল ছাপে ডোরাকাটা ডিজাইন রয়েছে। এই নতুন জার্সি পরেই আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited