মেসির ৪৬তম ট্রফি: সাপোর্টার্স শিল্ডে ইন্টার মায়ামির বিজয়

ডেস্ক: ক্যারিয়ারের শেষের দিকে এসে সাফল্যের শিখরে অবস্থান করছেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে তিনি দুটি কোপা আমেরিকা শিরোপার পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট বিশ্বকাপ জিতেছেন। ক্লাব ইন্টার মায়ামির হয়ে তিনি বর্তমানে সফলতা অর্জন করছেন। সর্বশেষে তিনি জিতেছেন সাপোর্টার্স শিল্ড শিরোপা।

কলম্বাস ক্রুকে ৩-২ গোলে পরাজিত করে ইন্টার মায়ামি সাপোর্টার্স শিল্ড অর্জন করে। এই জয়ে মেসির জোড়া গোলের পাশাপাশি আরও একটি গোল করেছেন লুইস সুয়ারেস। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে মায়ামি সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে। ২০২০ সালে মেজ লিগ সকারে প্রবেশের পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি, এবং লিওনেল মেসি ক্যারিয়ারের ৪৬তম ট্রফির স্বাদ পেলেন।

ম্যাচের পর মেসি বলেন, ‘আমি খুশি। আমরা যা অর্জন করেছি, তা নিয়ে আমি সন্তুষ্ট। মৌসুমের শুরুতে আমরা জানতাম যে, এই শিরোপার জন্য আমাদের লড়াই করার সক্ষমতা রয়েছে। শুরু থেকেই আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং লক্ষ্য পূরণের মতো ফুটবলার আমাদের দলে রয়েছে। প্রথম লক্ষ্য পূরণ হলো, আমি খুশি। এখন পরবর্তী লক্ষ্য পূরণের দিকে নজর দিতে হবে।’

ইন্টার মায়ামির কৌশল নিয়ে মেসি বলেন, ‘আমার মনে হয় কোচ জেরার্দো মার্তিনোর সঙ্গে আমরা (মেসি, আলবা, সুয়ারেস, বুসকেতস) যোগ দেওয়ার পর আমাদের পরিকল্পনা ছিল মাঠে আধিপত্য স্থাপন এবং বল দখল করা। গুরুত্বপূর্ণ ফুটবলারদের দলে যোগ দেওয়ার পর খেলার ধরন ও মানসিকতার দিক থেকে দলটি গড়ে উঠেছে। আমরা প্রতিটি ম্যাচেই এখন লড়াই করি।’

Share