Thursday, November 7, 2024
বিনোদন

ফারুকীর ফ্যাসিবাদবিরোধী ভূমিকা: একটি সামাজিক মিডিয়া বিশ্লেষণ

ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও তার এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন ইস্যুতে তিনি ফেসবুকে নিজের মতামত প্রকাশ করছেন এবং পরামর্শও দিচ্ছেন।

গতকাল বুধবার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, তার বিরুদ্ধে কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি মজার ছলে জানিয়েছেন, তাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি!

ফারুকীর বক্তব্য, ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ডা লীগ যেভাবে আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা রয়েছে। তাই “ফ্যাসিবাদের পুচ্ছে আগুন” কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।’

অপপ্রচারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাদের বুদ্ধি হয়তো খুলবে না, তবুও বলছি। আমি কোনো রাজনৈতিক কর্মী নই। আমি আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। ফ্যাসিবাদের সময়ে এই দেশে থাকতে হয়েছে, তাই আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য বা দূর্ভাগ্য যাই হোক, রাডারের নিচে থেকে বাঁচতে অনেক কায়দা-কানুন করতে হয়েছে। সরকারের বিরুদ্ধে একটি পোস্ট দিলে তিনটি প্রশংসার পোস্ট দিতে হয়েছে। আবার সমালোচনারও কিছু নিয়ম আছে—প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে অন্যদের সমালোচনা করতে হয়েছে। এরপর ধরুন, আপনার সিনেমা আটকে যাবে, যা অত্যন্ত অন্যায়। সেই সিনেমা মুক্তির জন্য তদবির করতে হবে এবং মুক্তির পর ধন্যবাদ দিতে হবে। এভাবে জীবনটি অনেক কৌতুকময় ছিল। সামনে আমার কাজে এসবের ছাপ দেখবেন কিছুটা।’

সবশেষে ফারুকী বলেন, ‘তারা জানে তাদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি-চামারি, ব্যবসার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তাদের রাগ আমাদের ওপর। কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম—এই ক্ষোভ অনেক গভীর। এই ক্ষোভ প্রকাশের জন্য তাদের কষ্ট করে আমার টাইমলাইনে পিএইচডি করতে হচ্ছে। তবে তাদের জন্য ভালো হবে, এই সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হলো মানবতা বিরোধী অপরাধ এবং সীমাহীন লুটপাটের বিচার করা।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited