হৃদরোগে আক্রান্ত হয়ে কবি নজরুলের নাতির মৃত্যু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ মারা গেছেন। তিনি কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় সন্তান ছিলেন। গতকাল বুধবার সুইজারল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যুসংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর মেয়ে ও নজরুল সংগীতশিল্পী খিলখিল কাজী।

তিনি বলেন, ‘কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় সন্তান অনির্বাণ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সবাই দোয়া করবেন।’

খিলখিল কাজী আরও জানান, কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় সমাহিত করা হবে। তিনি তার ভাইকে শেষবার দেখার জন্য কলকাতায় যাচ্ছেন।

প্রসঙ্গত, কাজী অনির্বাণ একজন চিত্রশিল্পী ছিলেন। তার বাবা কাজী অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি কবি জীবিত থাকাকালীন মারা যান। কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও গিটারবাদক।

কবির সুরসম্পদ সংরক্ষণে তিনি নিবেদিত ছিলেন। তার স্ত্রী কল্যাণী কাজী ছিলেন একজন লেখক ও সংগীতশিল্পী। এই দম্পতির তিন সন্তান: বড় ছেলে কাজী অনির্বাণ, ছোট ছেলে কাজী অরিন্দম (সুবর্ণ), এবং মেয়ে কাজী অনিন্দিতা।

Share