গাইবান্ধায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ

প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২০টি মোটরসাইকেল।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাঘাটা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলা জামায়াত নেতা-কর্মীরা লাঠি হাতে মিছিল বের করেন। মিছিলটি সাঘাটাবাজার এলাকায় এলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ২০টি মোটরসাইকেল। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত বিএনপি কর্মী জাকিরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জামায়াত কর্মী আব্দুল হান্নান ও জাহিদুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, হামলার ঘটনায় উভয়দলের ১০ নেতা-কর্মী আহত ও পাঁচ-সাতটি মোটরসাইকেল ভাঙচুরের তথ্য জানা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Share