মাওলানা শামসুল ইসলামকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির

তারেক মনোয়ার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৩ অক্টোবর) তাকে দেখতে হাসপাতালে যান আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান দোয়া পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, লস্কর মো. তসলিম, কবির আহমাদ, মজিবুর রহমান ভূঁইয়া ও মনসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মো. মহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম ও দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

Share