বগুড়ায় অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউট এর বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত
প্রতিনিধি : বগুড়ার অত্যাধুনিক ও দেশের শিক্ষার মানোন্নয়নে অগ্রনী ভূমিকার অধিকারী বেসরকারি প্রতিষ্ঠান “অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউট বগুড়া “এর বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫শে ডিসেম্বর) বগুড়া বাদুরতলায় অবস্থিত দারুস সুফ্ফা ট্রাস্ট পরিচালিত আদর্শ স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে অংশগ্রহণ করে স্কুল-মাদ্রাসার (নার্সারি-৮ম শ্রেণি পর্যন্ত) প্রায় ৪০০ শিক্ষার্থী।
এতে ৩০ জন হল পরিদর্শক ও ১০ জন স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপক মুখলিছুর রহমান মুকুল, সহকারী-সদস্য সচিব হেদাইতুল ইসলাম , কেন্দ্র নিয়ন্ত্রক আবু তারেক আহমেদ ও অ্যাসোসিয়েশনের পরিচালকবৃন্দ।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউট এর কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া স্টাডিজ গ্রুপের নবনির্বাচিত সহ-সভাপতি আ.স.ম. আব্দুল মালেক,আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
কেন্দ্র পরিদর্শক আ স ম আব্দুল মালেক বলেন”একাডেমিক পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি ও শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে বৃত্তি প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। আগামীর প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে এ্যসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটের কার্যক্রম বাস্তবায়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।
আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন “শিক্ষার্থীদের একাডেমিক এবং নৈতিক মান বৃদ্ধির লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটের অবদান অবিস্মরণীয়।জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।”
উল্লেখ্য, “মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব”-এই স্লোগানকে সামনে রেখে( ২০১৭ সালে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষাসহ নানা শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে।এ নিয়ে এ্যাসোসিয়েশন তার—-৮ম বর্ষে পদার্পণ করলো। এতে অন্যান্য প্রতিষ্ঠান পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন শিশির, এনামুল হাসান, ইকবাল হোসেন, আব্দুর রহিম, জুলকারনাইন রায়হান, শাহিন আলম,আল আমিন,জোবায়দুল হক, শাহনেওয়াজ শাহিন প্রমুখ।