গণমাধ্যম পিপলস রেডিও ৯১.৬ এফএম-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ডেস্ক : দেশের বেসরকারি বেতার কেন্দ্র পিপলস রেডিও ৯১.৬ এফএম-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ১১ ডিসেম্বর বিকেলে পিপলস রেডিও’র কনফারেন্স কক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারুণ্যের ছোয়ায় বদলে যাওয়া নতুন বাংলাদেশে রেডিওটির বর্ষপূর্তি উৎসব উপলক্ষে এবার তাদের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘দীপ্ত তারুণ্য, সমৃদ্ধ আগামীর জন্য’।
পিপলস রেডিও’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিওটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আউয়াল। তিনি সব শ্রেণি-পেশার শ্রোতা, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান। একইসাথে বর্তমানে বেতারের সংকটময় সময়েও পিপলস রেডিওর ধারাবাহিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভা অনুষ্ঠানে আশিকুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেশন ম্যানেজার জামিনুর রেজা জামাল।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চীফ এক্সিকিউটিভ অফিসার হাসান জাবেদ চৌধুরী, চীফ ফাইনান্স অফিসার মাইনুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং রেডিও’র সকল আরজে, কলাকুশলী, অনুষ্ঠান সহযোগিসহ অন্যান্যরা।
পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে পিপলস এক্সিলেন্স রিওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়। এতে, বেস্ট আরজে অব দ্য ইয়ার নির্বাচিত হন আরজে নিসা, বেস্ট প্রমিজিং প্রেজেন্টার গোলাম কিবরিয়া আল-মুসলিম, বেস্ট ডেডিকেটেড এমপ্লোয়ী যৌথভাবে জামিনুর রেজা ও আশিকুর রহমান এবং মোস্ট পপুলার আরজে নির্বাচিত হন আরজে রাফসান। বিজয়ীদের কাছে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক। এরপর, পিপলস রেডিও’র অন্যান্য সহযোগিদের কৃতিত্বের জন্য ধন্যবাদ পত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৩ বছর ধরে বেতারের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে নিবিড়ভাবে কাজ করেছে পিপলস রেডিও। ২০১১ সালে সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সঠিক তথ্য ও সুস্থ বিনোদনের প্রয়াসে যাত্রা শুরু করে রেডিও স্টেশনটি। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে শ্রোতাদের কাছে এখন রেডিওটি নিবিড় ভালোবাসার গণমাধ্যম হয়ে উঠেছে।