মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ডেস্ক : চাঁদপুর শহরে জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে হত্যার দায়ে ছেলে শরীফ বেপারীকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, শরীফ মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মাদক মামলা ছিল। মাদক সেবন করে প্রায় সময় শরীফ তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথা-কাটাকাটি হয়। একপর্যায় শরীফ তার মাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ইট ও দা দিয়ে আঘাত করেন।
জায়েদা বেগমের হত্যার বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে শরীফকে আটক করে। এ ঘটনায় আরব আলী বেপারী ওই রাতেই মামলা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কুহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় আট বছর চলমান অবস্থায় ১৬ জনের সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকার এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।