Thursday, November 7, 2024
জাতীয়

ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরও গ্রেফতার করা জরুরি: নাহিদ

ছামিউল আলম রাসু : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘গত ১৬ বছরে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মাঝে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তার চূড়ান্ত রূপ হলো ৩৬ দিনের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন। এই আন্দোলনের মধ্যে শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করে নাই, এটা আমাদের সবার কাছে স্পষ্ট।  বাংলাদেশের জনগণ তার পতন ঘটিয়েছে।’

আওয়ামী লীগ ফ্যাসিস্ট পার্টি উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে যারা পরিচিত ছিলেন, জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ ছিলেন। আওয়ামী লীগ কিন্তু একটা ফ্যাসিস্ট পার্টি। তৃণমূল পর্যন্ত তার কমিটি আছে, বাহিনী আছে। সে বাহিনী কিন্তু একই রকম ক্ষতিকারক। বাংলাদেশের জনগণের জন্য আসলে হুমকি। বড়দের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদেরও গ্রেফতার করা জরুরি। আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি। যাতে তৃণমূলে ছাত্রলীগ-যুবলীগ যারা আছে এবং সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা যায়।’ 

উপদেষ্টা বলেন, ‌‘আমাদের আন্দোলনটা ছিল ৩৬ দিনের। ৩৬ দিনে আওয়ামী সরকারের পতন হয়েছে। সন্ত্রাসী আওয়ামী লীগের জন্ম এখন নয়। এক-এগারোর সময় থেকেই মূলত এই সন্ত্রাসী আওয়ামী লীগের জন্ম। এরপর থেকেই তারা তাদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাতে থাকে।’

জুলাই আন্দোলন মূলত মর্যাদার লড়াই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের যখন রাজাকার বলা হয়েছে তখন এইটা আমাদের মর্যাদা টিকিয়ে রাখার একটি চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছিল। তখনকার মিডিয়া, পুলিশ প্রশাসন সব কিছুই তাদের পক্ষে ছিল। আমাদের কথা বলার কোনও সুযোগ দেয় নাই। বর্তমান সরকার যদি মৌলিক কিছু সংস্কার করতে না পারে তাহলে আমাদের ব্যর্থতা থেকে যাবে। আমরা একটি ধারা বন্দোবস্ত করতে চাই যার মাধ্যমে নতুন করে যেন আবার স্বৈরাচার সরকার না আসতে পারে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল। আলোচনার শুরুতে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব। অনুষ্ঠান শেষে তথ্য উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited