বিশ্বকাপের প্রথম ম্যাচে রান তুলতে সংগ্রাম টাইগ্রেসদের

ডেস্ক: এই বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট আরব আমিরাতে হলেও উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের নারী দল।

আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ইনিংসে সোবহানা মোস্তারির ৩৬ রানের সাহায্যে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ১১৯ রান।

ব্যাটিংয়ের শুরুতে ওপেনার সাথি রানী ও মুর্শিদা খাতুন ২৬ রান যোগ করেন। মুর্শিদা ১২ রান করে আউট হলেও, সাথি ও সোবহানা দ্বিতীয় উইকেটে ৪২ রান যোগ করেন। তবে রান তোলার গতি তেমন ভালো ছিল না। অভিষিক্ত তাজ নেহার প্রথম বলেই রান আউট হয়ে ফিরে যান।

৬৯ রানে ৩ উইকেট হারানোর পর ৮৬ রানের মাথায় চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যান সোবহানা। ৩৮ বলে ২টি চারের সাহায্যে ৩৬ রান করেন তিনি। অধিনায়ক জ্যোতি ১৮ বলে ১৮ রান করে আউট হন। ছয় ও সাত নম্বরে নামা স্বর্ণা আক্তার ও রিতু মনি দুই অঙ্কের রানও করতে পারেননি। শেষে ফাহিমা ৫ বলে ২টি চারের মাধ্যমে অপরাজিত থেকে ১০ রান করেন এবং দলের রান ১১৯-এ নিয়ে যান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত রেকর্ড তেমন ভালো নয়। আগের পাঁচটি আসরে টাইগ্রেসরা মাত্র একটি ম্যাচ জিতেছে, যা ২০১৪ সালে ঘরের মাঠে হয়েছিল। আজকের ম্যাচে তাজ নেহারের অভিষেক হয়েছে। বাকি খেলোয়াড়েরা আগে থেকেই বাংলাদেশ দলের হয়ে খেলছেন।

Share