নারী দলের হেড কোচ সারোয়ার ইমরান

ডেস্ক : শ্রীলঙ্কান হাসান তিলকারত্নের পরিবর্তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হলেন সারোয়ার ইমরান। অবশ্য জাতীয় দলের এ সাবেক প্রধান কোচ গত তিনমাস ধরেই (১ নভেম্বর থেকে) বাংলাদেশ নারী যুব (অনূর্ধ-১৯) দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন। এবার সেই সরোয়ার ইমরানকেই বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিবি।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই নারী দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন ইমরান। আজ মঙ্গলবার বিকেলে জাগো নিউজকে, এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ পুরুষ টেস্ট দলের প্রথম কোচ সারোয়ার ইমরান বলেন, ‘আমি তিনমাস আগে বিসিবির ওমেন ক্রিকেট উইংয়ের সাথে যুক্ত হই। তখন আমার পদবী ছিল- ওমেন্স ক্রিকেট কোচ। আর এখন আমি মেইন নারী টিমের ব্যাটারদের নিয়ে কাজ করছি এবং এই ফেব্রুয়ারি থেকেই আমার পদবী হবে পুরো দস্তুর ওমেন্স হেড কোচ।

বলে রাখা ভাল, নারী দলের সাবেক প্রধান কোচ হাসান তিলকারত্নের সাথে বিসিবি আর চুক্তি নবায়ন করেনি। ওয়ষ্ট ইন্ডিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে গত জানুয়ারিতে দেশে ফেরার পর বিসিবি তা জানিয়ে দেয়। তাতে করে হেডকোচশূন্য হয়ে পড়ে নারী ক্রিকেট দল।
অবশেষে বিসিবি নারী যুবা দলের কোচকেই মূল নারী দলের কোচ হিসেবে বেছে নিয়েছে এবং তিনি এরই মধ্যে কাজও করতে শুরু করেছেন।

Share