Thursday, November 7, 2024
সামাজিক

দুর্গাপূজায় সবার সহযোগিতা কামনা করেন সেনাবাহিনী প্রধান

ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, তিনি অন্যান্য ধর্মের অনুসারীদেরও সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে এই অসাম্প্রদায়িক দেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উদযাপনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন।

শনিবার ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। পরিদর্শনের সময় তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, দেশব্যাপী জেলা পর্যায়ে সেনা মোতায়েনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited