ঢাকার নদী ও খাল পুনরুদ্ধারে ব্লু-নেটওয়ার্ক পরিকল্পনা

ডেস্ক:

ঢাকা শহর ও জেলার অধীনে থাকা নদী ও খালগুলো দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে ব্লু-নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। এজন্য রাজউকের মাস্টারপ্ল্যানের ব্লু-নেটওয়ার্ক পরিকল্পনাকে ভিত্তি ধরে আশপাশের এলাকার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করার চিন্তাভাবনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় এই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

শনিবার পুরান ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ে একটি কর্মশালা আয়োজন করা হয়, যেখানে ঢাকা জেলার নদী ও খালগুলোর অবৈধ দখল ও দূষণ মুক্তকরণ এবং সংরক্ষণের উপায় নিয়ে আলোচনা হয়। কর্মশালায় জেলা প্রশাসক তানভীর আহমেদ সভাপতিত্ব করেন, যেখানে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, ঢাকা জেলার অধীনে ২১৩টি খাল ও ২০টি নদী রয়েছে, যেগুলো নানা দখল ও দূষণের কারণে ধীরে ধীরে বিলীন হচ্ছে। এই সমস্যার সমাধান করতে নদী ও খালগুলোকে দখল ও দূষণমুক্ত করে সেগুলো টেকসইভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। জলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে খাল ও নদীগুলোর দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করা হবে। এজন্য সরকারের নির্দেশনা অনুযায়ী ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা ভাবা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমানে ঢাকায় ২০টি নদী আছে। এগুলো হলো- আদি বুড়িগঙ্গা, বালু, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ইত্যাদি। এছাড়া নদীগুলোর বর্তমান অবস্থা এবং সমস্যার সমাধান নিয়েও পরামর্শ দেওয়া হয়।

ঢাকা জেলা পুলিশের সুপার বলেন, প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিতে হয়, নাহলে বিপত্তি দেখা দেয়। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ঢাকার খাল ও নদীগুলোর সমস্যা সমাধান করা সম্ভব হবে।

Share