Thursday, November 7, 2024
জাতীয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা আপাতত বন্ধ

ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা কার্যত বন্ধ রয়েছে, এবং জরুরি প্রয়োজনে ভিসা পাওয়াতেও বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে ভিসা না পেয়ে গত ২৬ আগস্ট ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অনেকেই বিক্ষোভ করেছেন। এ অবস্থায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত পরিস্থিতি স্পষ্ট করেছে।

জানানো হয়েছে, আপৎকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রয়েছে। এই তথ্য রোববার রাতে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “বর্তমানে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা পুনরায় চালু হবে।”

গত আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ রয়েছে।

পরে, ভারতীয় দূতাবাসের অনেক কর্মীকেও দেশে ফিরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে কাজ শুরু হলেও এখনো ভিসা সেবা পুরোদমে চালু হয়নি।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে। তবে এখন শুধুমাত্র চিকিৎসার জন্য যেতে ইচ্ছুকদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য শর্তসাপেক্ষে ভিসা প্রদান করা হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited