ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে শ্রম বাজারে সুখবরের সম্ভাবনা
ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অক্টোবরে ঢাকা সফরে আসছেন। তার সফরের রুট হিসেবে পাকিস্তানের ইসলামাবাদ থেকে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে।
কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে এবং সম্ভাব্য সফরের তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সফরের তারিখ আজই চূড়ান্ত হওয়ার কথা।
সূত্র অনুযায়ী, ৪ অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম এবং তিনি ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। তার সফরে বাংলাদেশ শ্রম বাজার সংক্রান্ত ইতিবাচক খবর পেতে পারে।
কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালান। ওই বছরের ১০ মে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ২০০০ সালে এবং দ্বিতীয়বার ২০১৪ সালের ডিসেম্বরে মালয়েশিয়া সফর করেন।
অন্যদিকে, ঢাকার মালয়েশিয়া হাইকমিশনের ওয়েবসাইট অনুযায়ী, সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে তৎকালীন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক ঢাকায় সফর করেন।