ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দুটি রোডম্যাপের প্রস্তাব চেয়েছেন। একটি সংস্কারের জন্য, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে কোন কোন ক্ষেত্রে সংস্কার হবে এবং তা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে। এই সংস্কার রোডম্যাপটি সফল হলে, তারপর দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তবে প্রথমটি সফল না হলে, দ্বিতীয়টিও কার্যকর হবে না।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির আরও বলেন, আমরা ব্যর্থ নির্বাচন চাই না; বরং সফল ও বিশ্বাসযোগ্য নির্বাচন চাই। তাই আমরা দুটি রোডম্যাপ দাবি করছি।
তিনি আরও উল্লেখ করেন, যে ডাকাত দল এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা এক মাস আগে জামিনে মুক্তি পেয়েছে এবং এর পরেই এই বিশাল অপরাধ সংঘটিত করেছে। এমন আরও অনেক অপরাধী জেল থেকে জামিনে বেরিয়েছে, যা সরকারের নজরে আনা উচিত।
শেখ হাসিনার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অনেকে বলছেন তিনি পালিয়ে গেছেন, কিন্তু আমি বলি তিনি দেশ ছেড়েছেন। মাঝে মাঝে শুনি, তিনি আবার দেশে ফিরবেন। আমি মনে করি, তিনি চলে গেছেন ভালোই করেছেন, কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না। জনগণ যেখানে সমর্থন করে না, সেখানে জোর করে ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন, তবে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।