Thursday, November 7, 2024
বিশ্ব

ইসরাইলি আক্রমণে হিজবুল্লাহর শীর্ষ নেতা নিখোঁজ, উত্তেজনা বৃদ্ধি

ডেস্ক: ইসরাইলের হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন হাশেম সাফিউদ্দীন। গত শুক্রবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সাফিউদ্দীনের সঙ্গে হিজবুল্লাহর কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছে লেবাননের কয়েকটি সূত্র। বার্তা সংস্থা আলজাজিরা ও রয়টার্স এ খবর দিয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, সাফিউদ্দীনকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার তথ্য পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলা চালায় ইসরাইল। ভূগর্ভস্থ বাঙ্কারে থাকা সাফিউদ্দীনকে লক্ষ্য করেই এই হামলা হয়েছিল বলে জানা গেছে। এর পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।

সূত্র জানায়, হামলার জায়গায় উদ্ধার কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিউদ্দীনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, বৃহস্পতিবারের হামলা হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর লক্ষ্য করে চালানো হয়েছিল। এর আগে, ২৭ সেপ্টেম্বরের আরেকটি হামলায় সেক্রেটারি জেনারেল নাসরুল্লাহসহ হিজবুল্লাহর অনেক সিনিয়র নেতাকে হত্যা করে ইসরাইল। এই পরিস্থিতিতে সাফিউদ্দীনকে হারানো হিজবুল্লাহ ও ইরানের জন্য বড় ধাক্কা হতে পারে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited