বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

ডেস্ক : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির প্রচেষ্টায় তাদের ফেরত আনা হয়। এর আগে সোমবার (১২ মে) দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

তিন জেলে হলেন হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।

একই দিন দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে মাছ শিকারের সময় আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত হন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে নাফ নদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মোহাম্মদ হোসেন (১৬)। তারা বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

Share