Thursday, November 7, 2024
বিশ্ব

জমি নিয়ে বিরোধে পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষ, প্রাণহানি ৪৬

সপ্তর্ষি: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষের ফলে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। কুররম জেলা প্রশাসনের সূত্র উল্লেখ করে তারা এই তথ্য দিয়েছে।

কুররম জেলা, যা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এবং বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকা, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সারা বছর পর্যটকরা সেখানে ভ্রমণ করেন। পর্যটকদের সুবিধার জন্য জেলায় বিভিন্ন স্থানে হোটেল নির্মাণ করা হচ্ছে, যার ফলে জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে। এই সাম্প্রতিক সংঘর্ষের প্রধান কারণও জমি নিয়ে বিরোধ।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা রজব আলী জানান, সংঘর্ষ শুরু হয়েছে আট দিন আগে। এ পর্যন্ত ৪৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন। সংঘর্ষের কারণে কুররমে রাস্তা-ঘাট, বাজার, স্কুল-কলেজ সবকিছুই বন্ধ রয়েছে, এবং বিভিন্ন এলাকায় তীব্র গোলাগুলি হচ্ছে।

কুররমের উপজাতি নেতা মির আফজাল খান তুরি সাংবাদিকদের বলেন, “এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে শিয়া বা সুন্নি— কোনো পক্ষের নেতারাই সংঘর্ষ থামানোর ক্ষমতায় নেই। উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। আমরা সরকারের সরাসরি হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, কুররম জেলার ডেপুটি কমিশনার জাভিদুল্লাহ মাসুদ বলেন, “স্থানীয় প্রশাসন নিয়মিত জিরগার (উপজাতিদের স্থানীয় পরিষদ) নেতাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা আশা করছি, পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited