বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ

সপ্তর্ষি: ক্যারিয়ারের শুরু থেকেই আর্জেন্টিনার হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে খেলতে গিয়ে, বার্নার্ড লেনোর ইনজুরির কারণে সুযোগ পান তিনি, এবং সেখান থেকেই নিজের প্রতিভা ও সক্ষমতার প্রমাণ দেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই গোলরক্ষককে। তার অসাধারণ গ্লাভসজোড়ার বদৌলতেই আর্জেন্টিনা দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটাতে পেরেছে।

তবে, স্পটকিক ঠেকানো এবং মানসিক দৃঢ়তার জন্য প্রশংসা পেলেও এমি মার্তিনেজ বিতর্কিত আচরণের জন্যও পরিচিত। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন গ্লাভস ট্রফি অশালীন ভঙ্গিতে ধরে উদযাপন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এর পরেও, বিভিন্ন সময়ে একইভাবে ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা গেছে তাকে।

সবশেষ, ২০২৪ সালে কোপা আমেরিকা জেতার পরেও একইভাবে অশালীন ভঙ্গিতে ট্রফি নিয়ে উদযাপন করেছিলেন এমি মার্তিনেজ। তবে এবারে পার পাননি তিনি। তার এই আচরণের জন্য ফিফা ডিসিপ্লিনারি কমিটি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফলে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে মাঠে থাকতে পারবেন না এমি।

সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে আর্জেন্টিনা ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছিল। এর পরেই, ২০২৪ সালে জেতা কোপা আমেরিকার ট্রফি নিয়ে দেশের মাটিতে প্রথমবার উদযাপনের সুযোগ পায় আর্জেন্টিনা। তখনই অশালীনভাবে ট্রফি হাতে উদযাপন করেন এমি।

এছাড়া, কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগেও শাস্তির মুখে পড়েছেন এমি মার্তিনেজ। ক্যামেরাম্যান জনি জ্যাকসন জানিয়েছেন, অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক তাকে চড় মেরেছিলেন এবং তখন মার্তিনেজ বেশ রাগান্বিত অবস্থায় ছিলেন।

Share