Thursday, November 7, 2024
জাতীয়

গণফোরামের জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে

সপ্তর্ষি: গণফোরাম আগামী ৩০ নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ৩০ নভেম্বর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান এবং সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর গণফোরামের এক বর্ধিত সভায় দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একাংশের নেতৃত্বে ছিলেন ড. কামাল হোসেন এবং অপর অংশের নেতৃত্বে ছিলেন মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে প্রায় চার বছর পর, গত ২৮ আগস্ট দুই অংশ পুনরায় একত্রিত হওয়ার ঘোষণা দেয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited