গণঅভ্যুত্থানে শিশু মৃত্যুর বেদনাদায়ক পরিসংখ্যান

ডেস্ক: জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১০৫ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, সোমবার নিহত শিশুদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। মুরশিদ বলেন, গণঅভ্যুত্থানে ১০৫ জন শিশু নিহত হয়েছে, যা স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক চূড়ান্ত করা হয়েছে। আমরা সেখান থেকে তথ্য সংগ্রহ করেছি। বিশ্ব শিশু দিবস উপলক্ষে, সোমবার (৭ অক্টোবর) নিহত শিশুদের পরিবারের হাতে ৫০ হাজার টাকা এবং একটি মানপত্র তুলে দেওয়া হবে। শিশু হিসেবে ১৮ বছর পর্যন্ত বয়স নির্ধারণ করে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুদান হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এছাড়া, সমাজসেবা কার্যালয় ও উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের ৮২ লাখ ৭০ হাজার ৮৯৮ টাকার সেবা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আহত ছাত্র শ্রমিক জনতাকে পুনর্বাসন ও চিকিৎসার জন্য বিশ্ব ব্যাংক থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাওয়া যাবে, যার ফরমালিটি এখন শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এ অর্থ ছাড় হবে।

সর্বস্তরের সরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়।

Share