Thursday, November 7, 2024
অর্থ-বাণিজ্যজাতীয়

দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিল সবল ব্যাংক

ডেস্ক: কয়েকটি সবল ব্যাংক দুর্বল চারটি ব্যাংককে মোট ৯৪৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ৫টি ব্যাংক এই অর্থ ধার হিসেবে দিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৩০০ কোটি টাকা, যা সিটি, মিউচুয়াল ট্রাস্ট ও ডাচ্-বাংলা ব্যাংক দিয়েছে। একইভাবে, সোশ্যাল ইসলামী ব্যাংকও প্রায় সমপরিমাণ সহায়তা পেয়েছে সিটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে। ন্যাশনাল ব্যাংক ধার নিয়েছে সিটি, মিউচুয়াল ট্রাস্ট এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে। গ্লোবাল ইসলামী ব্যাংক ইস্টার্নসহ কয়েকটি ব্যাংক থেকে সহায়তা গ্রহণ করেছে। সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে সিটি ব্যাংক, যার পরিমাণ ৭০০ কোটি টাকা।

র‌্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অনেক ব্যাংক তারল্য সংকটে রয়েছে, আর সংকট মোকাবিলায় সবল ব্যাংকগুলো সহায়তা দিচ্ছে, যা সাময়িকভাবে ইতিবাচক। এর আগে, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে ১০টি সবল ব্যাংকের এমডি ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এতে অংশ নেয় সোনালী, ব্র্যাক, ইস্টার্ন, সিটি, শাহ্‌জালাল ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা, ও ব্যাংক এশিয়া।

বাংলাদেশ ব্যাংক জানায়, সহায়তা নেয়া ব্যাংকগুলো যদি টাকা ফেরত দিতে অক্ষম হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তিন দিনের মধ্যে তা পরিশোধ করবে। এছাড়া, ২২ সেপ্টেম্বর ৫টি দুর্বল ব্যাংক—ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়, যেখানে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হিসেবে কাজ করবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited