Thursday, November 7, 2024
সারাদেশ

৫২ ঘণ্টার অবরোধ শেষে শিল্পাঞ্চলে স্বস্তি

ডেস্ক: সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েক দিনের অস্থিরতা কেটে গিয়ে শান্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রমিকরা দলবেঁধে কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি এবং আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ পুরোদমে উৎপাদন চলছে। তবে গত কয়েক দিনের মতো আজও শিল্পাঞ্চলের ১৮৬৩টি কারখানার মধ্যে ১৫টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। তারপরও শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ জানায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। পরে বুধবার প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর থেকে বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited