সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকোপার্কে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার মুখে সাদা দাড়ি দেখা যায়।
কামালের সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল এবং হাজি সেলিমের একজন ছেলেসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা।
সাধারণত ইকোপার্কে সন্ধ্যার পর কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান। প্রতিবেদনে বলা হয়, নিরাপদ মনে করেই সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ নেতারা। তবে বেশি সময় সেখানে থাকেননি। কিছু বাংলাদেশি সেখানে আসায় তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়, তবে অনেকেই আত্মগোপন করেছেন। কয়েকজন দেশের বাইরে পালিয়েছেন।
আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।