Thursday, November 7, 2024
রাজনীতি

কারাগারে সাবেক সচিব জাহাংগীর

ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোরের হত্যাকাণ্ডের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আসামিকে রিমান্ড শেষে কারাগারে রাখার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ নেই দাবি করে জামিন চান, কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ অক্টোবর আদালত এ মামলায় জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এর আগে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় জাহাঙ্গীর আলম ১৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। আন্দোলনের সময় তার বুকে ও গলায় গুলি লাগে, যা তার মৃত্যুর কারণ হয়।

ঘটনার পর ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited