শান্তি-শৃঙ্খলার মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগোতে চায় জামায়াত

ডেস্ক :  আগামীতে দেশ কীভাবে শান্তি-শৃঙ্খলার মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগোতে পারে, সে বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসকন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। দল-মত-ধর্মে ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি।

জামায়াত আমির আরও বলেন, আলোচনায় আমরা একমত হয়েছি দেশবাসীকে সঙ্গে নিয়েই সামনের দিকে এগোতে হবে। দেশবিরোধী কর্মকাণ্ডে যারাই লিপ্ত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে আইনিভাবেই ব্যবস্থা নিতে হবে। জাতীয় বিষয়গুলোতে আমরা যেন একমত থাকতে পারি, সে বিষয়টি তুলে ধরেছি।

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন প্রমুখ।

Share