‘সহিংসতম রাত’ বৈরুতে, ইসরাইলি বাহিনীর আক্রমণ অব্যাহত
সপ্তর্ষি: ইসরাইলি সামরিক বাহিনী শনিবার রাতে বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়ার পর, রাতভর ওই এলাকায় অন্তত ৩০টি বিমান হামলা চালিয়েছে। এ ঘটনাকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) বৈরুতের সবচেয়ে ‘সহিংস রাত’ হিসেবে আখ্যা দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে চারটি মারাত্মক হামলা এবং চুয়েফাত এলাকায় একটি হামলা চালানো হয়েছে। হামলার পর ওই এলাকায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।
এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, দাহিয়েহ শহরটি এখন কালো ধোঁয়ায় ঢেকে আছে, যেখানে ২৭ সেপ্টেম্বর ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এ অঞ্চলটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত, তাই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী হামলার মাত্রা বাড়িয়েছে।
ইসরাইলি বাহিনী হামলার আগে সেখানকার বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা দেয়। তাদের সতর্কবার্তায় বলা হয়, নিরাপত্তার জন্য বাসিন্দাদের মনোনীত স্থাপনাগুলো থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে থাকতে হবে।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, তারা বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এছাড়া, লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনের কোনো খোঁজ নেই।