Thursday, November 7, 2024
বিশ্ব

তেহরানে জুমার নামাজে খুতবা দিয়েছেন খামেনি

ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার তাকে ইরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খুতবা দিতে দেখা গেছে। প্রায় চার বছর পর তিনি জুমার নামাজে খুতবা দিলেন। খবর বিবিসি, আল জাজিরা।

এর আগে ২০২০ সালে তিনি জুমার নামাজে খুতবা দিয়েছেন। সে সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাসেম সোলেইমানি। হত্যার কিছুদিন আগে থেকেই সোলেইমানির গতিবিধি অনুসরণ করা হচ্ছিল। তিনি যুক্তরাষ্ট্রের হিটলিস্টে ছিলেন।

এছাড়া অনেকের হাতেই সে সময় হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা ছিল আবার কারও হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, প্রতিটি দেশেরই তাদের আগ্রাসীদের হাত থেকে আত্মরক্ষা করার অধিকার রয়েছে।

তিনি বলেন, মুসলিম দেশগুলোকে আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা ও লেবানন পর্যন্ত অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। খামেনি বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বৈধ ছিল।

তিনি বলেন, আমাদের শত্রুদের নীতি হলো বিভাজন এবং রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা এবং মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় এবং ইরাকিদের শত্রু। তারা ইয়েমেন এবং সিরিয়ার জনগণের শত্রু। আমাদের সবার শত্রু এক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited