শিশুশিল্পী সিমরিন লুবাবা: প্রশংসা ও ট্রলের দোলাচলে
ডেস্ক: জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবার ভিডিও নিয়ে আলোচনা বরাবরই থাকে। প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিনের বিভিন্ন ধরনের ভিডিও সামাজিক মিডিয়ায় নিয়মিতভাবে নজরে আসে, যা নিয়ে আলোচনা হয়ে থাকে।
এর আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের সময় সিমরিন ‘কেন্দে দিয়েছি’ বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রসঙ্গ বেশ আলোচিত হয়েছিল। দাদার অনুপ্রেরণায় ছোট বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিজ্ঞাপনে কাজ শুরু করেছে সিমরিন। তবে তাকে নিয়ে নেটিজেনরা প্রায়ই ট্রল করে থাকে।
ট্রলের ফলে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ (ডিবি হারুন) সঙ্গে সাক্ষাৎ করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সিমরিন। এরপর গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন, যা তাকে ব্যাপকভাবে ট্রলের শিকার করে।
সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে একটি ২০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন লুবাবা, যেখানে তিনি লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?’ ভিডিওতে হানিয়ার কিছু ক্লিপের সঙ্গে তার ভিডিও যুক্ত করা হয়েছে। নেটিজেনরা কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করেছেন। মিশিকা লিখেছেন, ‘লুবাবা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, তবে তার হানিয়ার মতো ডিম্পল ও ব্রেইন নেই।’ সজীব দাস বলেছেন, ‘তুমি খুব সুন্দর, কিন্তু যদি সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতেওা, তাহলে আরো প্রশংসা পেতা।’