যুবরাজ আসিফের বিবাহের উপদেশ
ডেস্ক: আসিফ আকবর বাংলা গানের যুবরাজ হিসেবে পরিচিত। নব্বইয়ের দশকে তার সুরে মুগ্ধ হয়েছে লাখ লাখ তরুণ-তরুণী। গানের অ্যালবাম ও সিনেমার প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি সর্বত্র সফল। পাশাপাশি, তিনি নানা বিষয়েও সচেতন ছিলেন, সম্প্রতি ছাত্র আন্দোলনের ব্যাপারেও তিনি নিজের মতামত প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল সফলতা ছাত্র-ছাত্রীদের সময়মতো বিয়েতে নিহিত। আমি ২৪-২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা দ্রুত হয়। তারা মা-বাবা হতে পারে এবং আমরাও দাদা বা নানা হতে পারি।’
তিনি বলেন, ‘যতক্ষণ স্টাডি শেষ হবে, ততক্ষণ পর্যন্ত যুবকের সুন্দর সময় চলে যাবে। বর্তমানে স্বর্ণের দাম ১ লাখ ৩৫ হাজার টাকা। সামাজিক খরচগুলো মিলিয়ে ২৪-২৫ বছর বয়সে বিয়ে করা কঠিন। মা-বাবাকে সন্তানদের বিয়ের জন্য এগিয়ে আসতে হবে।’
আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নেতাদের অবিবাহিত থাকা দুঃখজনক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের বয়সে আমি দুই ছেলের বাবা। রাষ্ট্রীয়ভাবে তরুণদের বিয়ের জন্য একটি পদ্ধতি তৈরি করা উচিত, যাতে ব্যাংক ঋণ সহজে পাওয়া যায় এবং কিস্তিতে পরিশোধ করা যায়।’ তিনি বলেন, ‘২০২৬ সালের শুরুতে আমার ছোট ছেলের বিয়ে হবে, সে অপেক্ষায় আছি। রণ-ঈশিতা, তোমাদের বিয়েবার্ষিকীর শুভেচ্ছা।’