ইসি সার্চ কমিটিতে তাহসানের মা
ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম জায়গা করে নিয়েছেন ইসির ছয় সদস্যের সার্চ কমিটিতে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান) গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জিন্নাতুন নেছা তাহমিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭৭ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।