শহীদ আবু সাইদের কবরে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রংপুর প্রতিনিধি : জুলাই গণআন্দোলনে শহীদ আবু সাইদের কবরে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আজ ৩১ অক্টোবর ২০২৪, রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দোয়া ও শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কমিটি পূর্ণগঠনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আহমেদ ইসহাক কে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মাসুদ রানা, রাজনৈতিক সম্পাদক সাইফুল ইসলাম ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক হাসনা আক্তার মীম, অর্থ সম্পাদক মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ তামীম, দপ্তর সম্পাদক রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ইশতিয়াক, সহ-সম্পাদক কনক সরকার, মোহাম্মদ শাহীন আলম, এনামুল হাসান তৃষী, মিজানুর রহমান, শাকিল আহমেদ, শেখ মারিয়া, কার্যকরী সদস্য সুলায়মান মাহমুদ, রাফিম হাসনাত হিজবু, আবু সাঈদ, ইয়াকুব বিন হোসাইন, ইব্রাহীম খলিল, আফরোজা মিতু, আশিকুজ্জামান আশিক, আবু হাসান আনসারী, হাবিব খান, মোহাম্মদ আফসার উদ্দিন, আলিফ সরকার, সুজিত চন্দ্র, শাহরিয়ার সোহান, শেখ মারুফ, শাহজালাল হোসেন, ওয়ালিদ বিন মোহাম্মদ মাছুম, মির্জা হামিদুল ইসলাম মেহরান, আশরাফুল ইসলাম তূর্য, মোর্শেদুল আরেফিন রাফিন, তাসিন জামান রোহান, মোহাম্মদ আরিফুল ইসলাম, নাজমুল হক নয়ন, মাহমুদুল হাসান মবিন, নাজমুল হক নাহিদ প্রমুখ।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে নব নির্বাচিত সভাপতি আহমেদ ইসহাক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে বর্তমান বাংলাদেশ আবারও একটি বাঁক বদলের সামনে এসে দাড়িয়েছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন এমন একটি রাষ্ট্র ও সরকারব্যবস্থা, যে ব্যবস্থাটি তার জনগনের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করবে। জনগনের ট্যাক্সের টাকায় যে সরকার পরিচালিত হয়, সেই সরকার জনগনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। জনগনের প্রয়োজন হবে এমন সব প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানসমুহ জনগনের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। তেমন একটি ব্যবস্থা করতে হলে প্রয়োজন হবে আমাদের সংবিধানের ক্ষমতাকাঠামো সংস্কার করা। সংবিধানকে মুক্তিযুদ্ধের ঘোষনাপত্র বাস্তবায়ন উপযোগী করা। এবং সরকার পরিচালনার আইন-কানুনের সংস্কার করা। বাংলাদেশ এখন দলমত নির্বিশেষে সেই সংস্কারের নতুন রাজনীতিকে গ্রহন করার জন্য প্রস্তুত হয়ে আছে। ছাত্ররা যদি ইতিহাসের এই অমোঘ আহ্বানকে অনুধাবন করতে পারে; তাহলে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ তার কাঙ্খিত বিজয়কে ঘরে তুলতে পারবে ইনশাআল্লাহ, যে বিজয়ের জন্য এখানকার মানুষ বিগত কয়েকশ বছর লড়াই করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা যে এক বাকস্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে চাইলে এখন প্রয়োজন নতুন ধারার রাজনীতি, নতুন ধরনের সংগঠন- এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন তার পুনর্গঠিত নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী হাসনাত কাইয়ূম। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য ছামিউল আলম রাসু, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ।

Share