জীবনবোধ চলচ্চিত্রের রুপকার চাষী নজুরুল ইসলাম

ডেস্ক : বিএফডিসিতে বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজুরুল ইসলাম এর ৮৪তম জন্মদিবস পালন করেছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি।

২৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি ‘র আয়োজনে কিংবদন্তি চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৪ তম জন্মদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র আহ্বায়ক, জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ‘মুক্তিযুদ্ধ থেকে জীবন বোধের উপন্যাস, লোকজ গল্প থেকে ইতিহাস নির্ভর কাহিনীচিত্র, পরিচালনা থেকে অভিনয়, ব্রাদার্স ক্লাব থেকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এমন কোনো জায়গা নেই যে সেখানে সাফল্যের স্বাক্ষর রাখেননি কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। আজকে তাঁর জন্মদিন পালনের ভেতর দিয়ে আমরা যতটা না উনাকে সম্মান জানাচ্ছি, তার চেয়ে বেশি নিজেরা গর্ববোধ করছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করতে তাঁর কর্ম ও আদর্শ  আমাদের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছে।’
বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র সদস্য সচিব বিশিষ্ট অভিনেতা চৌধুরি মাজাহার আলী শিবা সানু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সাইদুর রহমান সাইদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চিত্রনায়ক মেহেদি হাসান,  অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন মিলন, চিত্রনায়িকা কেয়া, চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলন, শফিউল আজম শফিক, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, হান্নান মজুমদার প্রমুখ।
Share