বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে জাজের ময়না
স্টাফ রিপোর্টার : বিশ্ব ঘুরে বাংলাদেশে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ময়না।
মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা রাজ রিপা, এই সিনেমার মাধ্যমে ঢালিউডে রাজ রিপার চিত্রনায়িকা হিসেবে অভিষেক হচ্ছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, কায়েস আরজ, মিতুল, স্মৃতি রানী দেবী, মোমেনা চৌধুরী, সুব্রত, নাদের চৌধুরী, সূচনা সিকদার, আনোয়ার, সিমান্ত, তাহমিনা মোনা, তিশা আক্তার, তমা খান, আনিকা আক্তার, মন্টু, খলিলুর রহমান কাদরী, জেডি পিন্টু প্রমুখ। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ভোর, অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা এনজিলা জুলী, চিত্রনায়ক শিশির সরদার।
উল্লেখ্য ময়না সিনেমা লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে, ইতালির ১০তম গলফ অফ নেপলস ফিল্ম ফেস্টিভাল ২০২৪ এ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে, কোরিয়ার ২১তম আপরিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ এ স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩ এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। এছাড়া সবগুলি মহাদেশের বিভিন্ন উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে ময়না চলচ্চিত্র।
আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন মনজুরুল ইসলাম মেঘ। সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজ আপ তারকা সালমা, রিনাৎ সুলতানা, ইশরাক আলিম আপন।
সিনেমার মুক্তি উপলক্ষ্যে জাজ মাল্টিমিডিয়ার অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, সেখানে সিনেমাটির কাহিনীকার ও প্রযোজক আলিম উল্লাহ খোকন বলেন, ময়না সিনেমা একটি পারিবারিক সিনেমা, সকল শ্রেণির দর্শক সিনেমা হলে বসে সিনেমা দেখতে পারবেন। পারিবারিক এই সিনেমায় শিশুসহ যে কোন বয়সী দর্শক সিনেমা দেখে বিনোদনের পাশাপাশি নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তিনি আরো বলেন, ময়না একটি মেয়ের গল্প হলেও এই সিনেমার মাধ্যমে সারা দেশের মেয়েদের নিজেদের গল্প ফুটে উঠবে।
ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, ময়না সিনেমা নারী জাগরণের পথ দেখাবে। মাতৃত্বের স্বাধীনতা তুলে ধরবে। চলার পথের ভুল শুধরে দিবে। জীবনের গতিতে কখনো কখনো ব্রেক (ধীরে চলা) দরকার সেটি মনে করে দিবে। সন্তানদের প্রতি স্নেহ, মায়া, মমতা কেমন হতে হবে তা মনে করিয়ে দিবে। প্রেম, বিয়ে, সংসার কেমন হতে হবে তা তুলে ধরবে। ময়না সিনেমায় অভিনয় পাবেন, ময়না সিনেমায় গল্প পাবেন, চিত্রনাট্য পাবেন, মনে রাখার মতন ডায়লগ পাবেন, ময়না সিনেমায় সকল শ্রেণির দর্শক নিজেকে খুজে পাবেন।
ময়না সিনেমাটির ফার্স্ট লুক এবং টিজার প্রকাশের পরই আলোচনায় আসে নবাগত রাজরিপা। এবার সিনেমা হলে দেখার জন্য মাত্র একদিন অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের। অভিনয়ে আসার আগে ব্যাডমিন্টন খেলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিপা। তার পরিবার চাইতেন খেলাটাকেই তিনি বেশি প্রাধান্য দিক। কিন্তু ছোটবেলা থেকে রিপার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার।
রিপা জানিয়েছেন, অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন। জাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমার মাধ্যমে সেই ইচ্ছা এবার পূর্ণতা পাচ্ছে।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে দেশের বিভিন্ন সিনেপ্লেক্স ও সিনেমা হলে একযোগে ময়না মুক্তি পাচ্ছে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।