কিশলয় বিদ্যাপীঠের ১৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার আমবাগান কিশলয় বিদ্যাপীঠের ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতর অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 

১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কিশলয় বিদ্যাপীঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো. রাকিব দেওয়ান রকি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি স্কুল ও কলেজ এর অবসরপ্রাপ্ত শিক্ষক ও কিশলয় বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ মল্লিক আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. জহিরুল হক, আমবাগান আদর্শ সমাজক কল্যান কমিটির সভাপতি লেহাজ উদ্দীন বেপারী, জাবি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম, আমবাগান আদর্শ সমাজক কল্যান কমিটির সাধারণ সম্পাদক ও কিশলয় বিদ্যাপীঠের পরিচালক নাজির খান লিটন, আশুলিয়া থানা বিএনপির সহ সম্পাদক মতিউর রহমান, কিশলয় বিদ্যাপীঠের পরিচালক আখলাকুল রহমান খান, ধামরাই পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ার জাহিদ তালুকদার, কিশলয় বিদ্যাপীঠের পরিচালক রেজাউল কবির সবুজ, আশুলিয়া বিএনপির যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, আমবাগান আদর্শ সমাজ কল্যান কমিটির সহ সভাপতি মাজহারুল হক বাবু, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফসানা বুলবুল খানম ও কিশলয় বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Share