Thursday, November 7, 2024
রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি

ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সামনে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় “অপরাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, রাজনীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, “যতদিন রাজনীতি নিষিদ্ধ না হবে, ততদিন আমরা ক্লাসে ফিরবো না। রাজনীতি বন্ধ করতে আমাদের আন্দোলন চলমান থাকবে।”

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, “রাজনীতি থাকলে আমরা যারা সাইন্স ফ্যাকাল্টিতে আছি, তাদের পড়াশোনা হবে না। ছাত্রলীগের রাজনীতি থাকাকালীন সময়ে আমাদের সকাল ১০ টায় প্রোগ্রামে নিয়ে যেতো, বিকেল পর্যন্ত প্রোগ্রাম করতে হতো। এমনকি ক্লাস থাকলেও আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেতো ছাত্রলীগ। আমরা আর রাজনীতি দেখতে চাই না এই ক্যাম্পাসে।”

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বাইজিদ বলেন, “রাজনীতি না থাকলে গত ১৫ জুলাই ছাত্রলীগ দ্বারা আমাদের ভাই-বোনদের রক্তাক্ত হতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ডাকসু নির্ভর। যারা আমাদের ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের কালো হাত ভেঙে দেবে।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited