শহিদদের কোনো দলের সম্পত্তি বানাবেন না : জামায়াতের আমির

ডেস্ক : আন্দোলনে শহিদদের কোনো দলের সম্পত্তি বানানো যাবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশকে স্বৈরাচারমুক্ত করতে হাজার খানেকের মতো আমাদের কলিজার টুকরো জীবন দিয়েছেন। এখানে কোনো দলমত নেই। কোনো ধর্ম নেই। সব ধর্মের মানুষ আন্দোলন করেছেন এবং সব ধর্মের মানুষই মারা গেছেন।”

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, “আন্দোলনে শহিদদের আমরা কোনো দলের সম্পত্তি বানাব না। তারা জাতির সম্পদ, জাতীয় বীর। আমরা তাদের সেই মর্যাদায় দেখতে চাই। তাদের নিয়ে কোনো দল যেন ক্রেডিট নেওয়ার চেষ্টা না করি।”

আহতদের চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, “যাদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। দুই-একটা দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। অনেকে আগ্রহ দেখিয়েছেন। এই কাজে সবাই এগিয়ে এলে আহতদের উপকার হবে। যারা এগিয়ে আসবেন, তাদের আমরা গ্রহণ করবো।”

জেলা জামায়াতের আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। এতে বক্তব্য রাখেন ধনবাড়ীর নিহত একরামুল হক সাজিদের বাবা জিয়াউল হকসহ আহত এবং নিহতদের স্বজনরা।

Share