যদি ধৈর্যের পরীক্ষা নিতে চান, বাংলাদেশ বিস্ফোরিত হবে
ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সব দলের বিবেচনায় সিনিয়রদের মধ্যে বর্তমানে তিনিই (আজহারুল ইসলাম) এখনো জেলে। আমরা বিচারব্যবস্থার ওপর আস্থা রাখতে চাই। কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি কেউ আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চান, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। ন্যায়বিচারের মাধ্যমে আমাদের ভাইকে ফিরিয়ে দেন। গড়িমসি করবেন না। যে জাতি মুক্ত করেছে রক্ত দিয়ে, সেই জাতি প্রয়োজনে আবার রক্ত দেবে।
চাঁদাবাণিজ্যের জন্য শহীদরা রক্ত দেয়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমি ওই ভাইদের দলীয় বা ধর্মীয় পরিচয় জানতে চাই না। যদি বাংলাদেশের নাগরিক হন, দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে এ অপকর্ম ছেড়ে দেন। যদি এ অপকর্ম অব্যাহত রাখেন সেটি হবে শহীদদের প্রতি স্পষ্ট বিশ্বাসঘাতকতা ও আহতদের প্রতি বিদ্রুপ করা। যে বা যারা এসব করছেন সরে আসুন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেক শহীদের হত্যাকাণ্ডের বিচার চাই। সে যত বড় ব্যক্তি হোক, আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
জামায়াত আমির বলেন, রাষ্ট্র যেন তাদের উপযুক্ত সম্মান দেয় সে দাবি করছি। সব কিছু বাদ দিয়ে আগে আহতদের চিকিৎসায় হাত দেন। আরেকটি জীবন পঙ্গু হোক আমরা চাই না।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, শহীদ মাসুদের বড় ভাই মঞ্জুরুল হাসান ও ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল।