Thursday, November 7, 2024
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে তিনজন ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর বাজার বোর্ডিং এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

এতে দুটি রেস্টুরেন্টসহ মোট পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাখা গ্যাস সিলিন্ডার নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। সেই সময় দোকানের কর্মচারী ও কাস্টমারসহ তিনজন হোটেলের ভেতরে আটকা পড়েন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কাজল মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যারা সবাই আগুনে পুড়ে মারা গেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, যানজটপূর্ণ সড়কে একটি ট্রাক কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগলে ভ্যানটি হোটেলের চুলার উপর পড়ে এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন পাশের দুইটি হোটেল ও একটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে, ফলে দুইটি হোটেল ও একটি মুদি দোকান পুরোপুরি এবং একটি হোটেল আংশিক পুড়ে যায়। ঘটনায় তিনজন নিহত হলেও তাদের পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited