Thursday, November 7, 2024
সারাদেশ

গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার নয় বছরেও শুরু হয়নি বিচারকার্য

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত তিন সাঁওতাল হত্যার নয় বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি বিচারকার্য। সরকারের বিভিন্ন মহল থেকে হত্যাকা-ের বিচারের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। ফলে সাঁওতালদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নির্যাতনের শিকার সাঁওতালরা মানবেতর জীবনযাপন করছেন। উপজেলার কাটামোড় ইক্ষুখামার এলাকায় শোক র‌্যালি ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

বুধবার দুপুরে ‘সাঁওতাল হত্যা দিবস’ পালিত হয়। উপজেলার কাটামোড় এলাকায় নির্মিত অস্থায়ী শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মাদারপুর, জয়পুরপাড়া, সাহেবগঞ্জ ও তরফকামাল, চকরহিমাপুরসহ বিভিন্ন গ্রাম থেকে সহস্্রাধিক সাঁওতাল বাঙালি জাতীয় ও কালো পতাকা, তীর-ধনুক, বাদ্যযন্ত্র, ব্যানার, বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুনসহ একটি বিক্ষোভ মিছিল নিয়ে কাটামোড়ে আসে। পরে একটি শোক র‌্যালি গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে স্মরণ সভায় মিলিত হন। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি এ শোক ও স্মরণ সভার আয়োজন করে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মিঃ বার্নাবাস টুডু।

শোক র‌্যালি ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, আদিবাসী গবেষণা পর্ষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, রাষ্ট্র সংষ্কার আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রায়হান কবির, রাষ্ট্র সংষ্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক সদস্য কনক রহমান, রাষ্ট্র সংষ্কার আন্দোলন রংপুরের আহবায়ক অধ্যাপক চিনু কবির, রাষ্ট্র সংষ্কার আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি মৃণাল কান্তি বর্মন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভুমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির নেতা আতাউর রহমান সাবু, সুফল হেমব্রম, ময়নুল ইসলাম ও স্বপন শেখ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা সাঁওতাল হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ক্ষতিপূরণ, সাঁওতাল বাঙালির নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাপ-দাদার জমি ফেরতসহ সাতদফা বান্তবায়নের দাবী জানান। সেইসাথে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের রক্তভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু হত্যাকা-ের ঘটনায় বাদী থোমাস হেমব্রম তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ ৩৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। কিন্তু বিচার হওয়া তো দূরের কথা মামলার আসামী সাবেক এমপি আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আকন্দসহ অন্যান্য মূল আসামীদের কেউই গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেরিয়ে আরও নানা অপরাধমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ সাহেবগঞ্জ ইক্ষুখামারে আখ কাটতে যান। এসময় সাঁওতালরা বাধা দিলে পুলিশ গুলি ছুড়ে। এসময় তিন সাঁওতাল গুলিতে মারা যান। আহত হন অন্তত ৩০ জন সাঁওতাল। অগ্নিসংযোগে পুড়ে যায় সাঁওতালদের ঘরবাড়ি। সেই থেকে সাঁওতালরা দিনটিকে সাঁওতাল হত্যা দিবস হিসাবে পালন করে আসছে

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited