ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের নাগরিকদের জন্য নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ইতোমধ্যেই এ সংক্রান্ত দপ্তর আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন।
কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা স্বাক্ষরিত একটি দপ্তর আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই ক্ষমতা অর্পণ করা হয়েছে।
আবু নাছের জানান, দক্ষিণ সিটির যে কোনো ওয়ার্ডের বাসিন্দাকে নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদপত্র পেতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ‘ওয়ার্ড সচিব’ বা আনিক মনোনীত ‘দায়িত্বপ্রাপ্ত’ কোনো কর্মকর্তা সেই কাগজপত্র যাচাই-বাছাই এবং তদন্ত করবেন। আবেদনের সঠিকতা প্রমাণিত হলে চাহিত সনদ প্রদান করা হবে।
এর আগে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদপত্র আঞ্চলিক অফিস থেকে সরবরাহ করা হবে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছিল। এ কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হয়েছিল।