Thursday, November 7, 2024
জাতীয়

দুর্বল ব্যাংকগুলোর আমানত বাড়ছে

ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুর বলেছেন, ব্যাংকিং খাত নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে আর কোনো অনিয়ম নেই এবং আমানত আবারও ঊর্ধ্বমুখী।

সোমবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, বর্তমানে যেসব ব্যাংক তরলতা সংকটে রয়েছে, তাদের নীট আমানত ধনাত্মক। গতকাল (২২ সেপ্টেম্বর) ওইসব ব্যাংকের নীট আমানত ৮১০ কোটি টাকা ধনাত্মক ছিল। অর্থাৎ, যত টাকা জমা পড়েছে তার চেয়ে কম টাকা উত্তোলন হয়েছে।

এসময় তিনি গ্রাহকদের ব্যাংক থেকে অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

ড. মনসুর বলেন, কোনো ব্যাংক বন্ধ হচ্ছে না, তবে কিছু ছোট ব্যাংক একীভূত করার চিন্তাভাবনা চলছে। পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিল নাগাদ মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় এ সপ্তাহেই কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সুদের হার আরও বাড়াবে বলেও তিনি ইঙ্গিত দেন। পরবর্তীতে আগামী মাসেও কিছুটা বাড়তে পারে। বর্তমানে নীতিগত সুদের হার ৯ শতাংশ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited