Thursday, October 10, 2024
বিনোদন

মস্তিষ্কে রক্তক্ষরণে কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ’র মৃত্যু

ডেস্ক: জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ আর নেই। গত সোমবার মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় অভিনেত্রীর বয়স ছিল ৫২ বছর।

নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য গ্লোরি’–তে অভিনয়ের মাধ্যমে পার্ক জি আ আলোচনায় আসেন। দ্য কোরিয়া টাইমসের খবর অনুযায়ী, আগামী ২ অক্টোবর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সিউলের আসান মেডিকেল সেন্টারে তার স্মরণে সম্মান জানানো হবে।

পার্ক জির মৃত্যুতে তার এজেন্সি বিলিয়নস একটি বিবৃতিতে জানায়, “আমরা চিরকাল তার অভিনয়ের প্রতি আবেগকে স্মরণ করব, যা সবসময় তার মধ্যে বিদ্যমান ছিল।” তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে সং হে কিয়োর মায়ের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষভাবে নজর কেড়েছেন। চলচ্চিত্র ও সিরিজের বাইরে মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেছেন পার্ক।

4o mini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited