Thursday, November 7, 2024
সারাদেশ

রাজশাহীতে বন্ধুদের হাতে ভ্যানচালক দুলাল হত্যার ঘটনা প্রকাশ

ডেস্ক: রাজশাহীর পবায় ভ্যানচালক দুলাল হোসেন (৪৫) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত দুই যুবক।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে সোমবার বিকালে আদালতে আসামিদের জবানবন্দি রেকর্ড করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পবার মদনহাটি দক্ষিণপাড়া গ্রামের মো. হাসান (৩৮) ও মো. মানিক (২৪), যারা নিহত দুলালের বন্ধু ছিলেন। আরএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবা থানা পুলিশ গত রোববার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় আসামি হাসানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে অপর আসামি মানিককে রাত দেড়টায় পবার ভেড়াপোড়া থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের দেখানো স্থানে দুলালের কিছু ব্যবহৃত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর পুলিশ মদনহাটি গ্রামের একটি পুকুর থেকে দুলাল হোসেনের মরদেহ উদ্ধার করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত দুলাল ও গ্রেফতার দুই আসামি বন্ধু ছিলেন। দুলাল কিছুদিন আগে গরু বিক্রি করে ওই টাকা সঙ্গে রেখেছিলেন। তিনি নিজে মাদক ব্যবসায় যুক্ত ছিলেন এবং মাদক সেবনও করতেন মানিক ও হাসানের সঙ্গে। মূলত দুলালের কাছে থাকা ১৮ হাজার টাকা নেয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করেন মানিক ও হাসান।

গত ২৩ সেপ্টেম্বর রাতে পুকুরপাড়ে দুজনে মিলে দুলালকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে তার কাছে থাকা টাকাগুলো নেয়। এরপর তারা দুলালের মরদেহ একটি বাঁশের সঙ্গে বেঁধে পুকুরে পুঁতে রাখেন। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর সকালে বাঁশসহ দুলালের মরদেহটি পানিতে ভেসে ওঠে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited