বাজেটের আকার বড় হবে না, বক্তৃতা হবে সংক্ষিপ্ত: অর্থ উপদেষ্টা

ডেস্ক : আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার অহেতুক বড় হবে না, বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ নানান বিষয় আসছে। বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতি কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থারের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

‘আগে বাজেট বক্তৃতা ২০০-৩০০ পৃষ্ঠা হতো। আমি বলেছি ৫০-৬০ পৃষ্ঠার বেশি বাজেট বক্তৃতা হবে না। ওটা সংক্ষিপ্ত হবে।’

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশের উন্নীত হওয়ার বিষয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা প্রস্তুতি নেবো।

ব্যক্তির করমুক্ত আয় সীমার বিষয় কী সিদ্ধান্ত নেবেন- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে বলবো।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি নজরে আছে, এতে ভাতার পরিমাণ বাড়াবো। আমরা গ্র্যাজুয়েশন (উন্নয়নশীল দেশে উন্নীত) এড়াতে পারবো না। আমরা যাবো না এটা কিন্তু খুব ভালো অ্যাটিটিউড না। আরও পাঁচ থেকে ছয়টি দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।

কর ব্যবস্থা অটোমেশন করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পৃথিবীর কোনো দেশে করদাতারা ট্যাক্স অফিসে যায় না।

মতবিনিময় সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Share