Thursday, November 7, 2024
অর্থ-বাণিজ্য

ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

ডেস্ক : গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও (১৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার চেয়ে বেশি। এরপরও মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বেশিরভাগ ভালো বা মৌলভিত্তির কোম্পানির শেয়ার দাম বাড়ায় শেয়ারবাজারে এ ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরপরও ডিএসইর মতো এই বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস মূল্যসূচক বাড়লো। তবে সপ্তাহের প্রতিটি কার্যদিবসেই দাম বাড়ার চেয়ে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।

তবে লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকা ছোট হতে থাকে। আর বড় হতে থাকে দাম কমার তালিকা। অবশ্য শুরুর মতো লেনদেনের শেষ পর্যন্ত দাম বাড়ার ধারা ধরে রাখে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে দাম কমার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান থাকলেও সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়।

এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ১২ লাখ টাকা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লিন্ডে বাংলাদেশ, সি পার্ল বিচ রিসোর্ট, ইবনে সিনা, সোনালী পেপার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওরিয়ন ফার্মা এবং ব্র্যাক ব্যাংক।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৪০ লাখ টাকা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited