আরাফাত রহমান কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকী পালিত
ডেস্ক : জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ, সাভার উপজেলা কমিটির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, বাদ মাগরিব, সাভার উপজেলার, ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ, সাভার উপজেলা সভাপতি নাজির খান লিটনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা আলমগীর হোসেন। উপস্থাপনা করেন সাভার উপজেলা কমিটির নির্বাহী সদস্য মতিউর রহমান, স্বাগতবক্তব্য রাখেন সাভার উপজেলা কমিটির সহ সভাপতি রেজাউল কবির সবুজ। মিলাদে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মেঘ, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো. আবদুল্লাহ আল মারুফ, জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ, সাভার উপজেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ নুরুল্লাহ, মো. মহিউদ্দিন মধু, মাজহারুল হক বাবু, আনিসুর রহমান। যুগ্ম সম্পাদক নাহিদ রোকন, হাফিজুর রহমান হাফিজ, সদস্য মিরাজ মুনিম প্রমুখ। এছাড়াও মিলাদে বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।