Thursday, November 7, 2024
সামাজিক

শুরু হয়ে গেল কিউবিক আর্ট স্কুলের ৬ষ্ঠ বার্ষিক শিল্প প্রদর্শনী

ডেস্ক : গত ০২ নভেম্বর ২০২৪ থেকে সাফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে শুরু হয়েছে কিউবিক আর্ট স্কুলের ৬ষ্ঠ বার্ষিক শিল্প প্রদর্শনী ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পী ও মুক্তিযোদ্ধা, সৈয়দ আবুল বারক আলভী, প্রিন্টমেকিং বিভাগ, এবং এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পী জনাব মো. আব্দুল মোনেম মিল্টন, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্র্যাফট, চারুকলা,ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই প্রদর্শনীতে ৪ বছর থেকে ৩৫ বছর বয়সী ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বিশিষ্ট শিল্পী সৈয়দ আবুল বারক আলভী বলেন ,শিল্পকলা একটি সর্বজনীন ভাষা যা একজন মানুষকে সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে। শিল্পীর তার সুন্দর চিন্তা চেতনা ও আবেগ সবার সাথে ভাগ করার অন্যতম মাধ্যম হলো প্রদর্শনী”।

এদিকে শিল্পী মোঃ আব্দুল মোমেন মিল্টন বলেন, ” এই প্রদর্শনীর বিশেষ বৈশিষ্ট্য হলো অংশগ্রহণকারীরা সবাই শিশু ও কিশোর শিল্পী, ইতিহাস দেখায় যে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে শিশু বা কিশোর বয়সে লাইক নিয়ে খেলা করেনি, প্রদর্শনী আয়োজনের মাধ্যমে শিশুদের আবেগের সাথে সাথে অভিজ্ঞতাও বৃদ্ধি করে।

কিউবিক আর্ট স্কুলের পরিচালক মুজাহিদুল হাসান বলেন, “শিশুরা ছবি আঁকার মাধ্যমে মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসতে শেখে। শিল্পকলা শিশুদের মধ্যে যোগাযোগ ও বন্ধনকে সহজতর করতে সাহায্য করতে পারে।

শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মে অ্যাক্রিলিক, জল রং, পেন্সিল এবং তেল রং ব্যবহার করেছে। প্রদর্শনীটি ০৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক সংবাদ

Moralook Limited